আজ সোমবার সবচেয়ে ৫৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে রাজধানী ঢাকায়। আবহাওয়া অধিদপ্তর সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকায় ৫৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে।
অধিদপ্তরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, গভীর সাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দেশের কোথাও কোথাও স্থানীয়ভাবে সঞ্চালনশীল মেঘমালা তৈরি হয়েছে। এর সঙ্গে দমকা হাওয়াও ছিল। এ কারণে কোথাও কোথাও বৃষ্টি হয়েছে।
ঢাকায় সকাল সাড়ে ১০টা থেকে ১১টা মধ্যে ভারী বৃষ্টিপাত শুরু হয়। ঢাকায় স্থানভেদে কোথাও ভারী, কোথাও মৃদু বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় পানি জমে যায়। ভোগান্তিতে পড়েন নগরবাসী।
রাজধানীর মতিঝিল, ধানমন্ডি ২৭ নম্বর সড়কের মোড়, লালমাটিয়া, আসাদগেট, গ্রিনরোড, সোনারগাঁও মোড়, রামপুরা ও খিলগাঁওয়ের বিভিন্ন এলাকা, মোহাম্মদপুর বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় দুপুর পর্যন্ত বৃষ্টির পানি জমে থাকতে দেখা গেছে।
Posted ১০:৪৩ পূর্বাহ্ণ | সোমবার, ১২ অক্টোবর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin