মানিলন্ডারিংয়ের দুই মামলায় হাইকোর্টের ভার্চ্যুয়াল আদালতে জামিন আবেদন করেছেন ডেসটিনি-২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন।
মঙ্গলবার (২১ জুলাই) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের ভার্চ্যুয়াল বেঞ্চে তার জামিন আবেদন কার্য তালিকাভুক্ত রয়েছে।
এ আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক এ তথ্য নিশ্চিত করেছেন।
২০১২ সালের ৩১ জুলাই কলাবাগান থানায় অর্থপাচারের অভিযোগে দু’টি মামলা হয়।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এসব মামলায় সাধারণ বিনিয়োগকারীদের বিনিয়োগ থেকে অর্থ অন্যত্র স্থানান্তরের অভিযোগ আনা হয়।
Posted ৬:০৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২১ জুলাই ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin